ক্রীড়া ডেস্ক: ২০২৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু হিসেবে যুক্তরাস্ট্রের ডালাস, ফ্লোরিডা ও নিউ ইয়র্ককে চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। বুধবার (২০ শে সেপ্টেম্বর) টুর্নামেন্টের জন্য এই ভেন্যুগুলো চূড়ান্ত করা হয়েছে।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আয়োজক হয়ে নতুন ইতিহাসের অংশ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০২১ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে টুর্নামেন্টের আয়োজক হিসেবে মনোনীত করে আইসিসি’র পরিচালনা পরিষদ। দুই দেশ মিলিয়ে মোট ১০টি ভেন্যুতে হবে ম্যাচগুলো। এর মধ্যে যুক্তরাষ্ট্র তিনটি ভেন্যু পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ পাবে সাতটি ভেন্যু।
২০২৪ সালের ৪ই জুন শুরু হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরটি। আর পর্দা নামার কথা ৩০শে জুন।
Sajjadur/joy