সাতক্ষীরা সংবাদদাতা: জলবায়ু ন্যায্যতার দাবিতে কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতি লালকার্ড প্রদর্শন করেছে সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আজ (২১শে সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি সংস্থা বারসিক ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতি লালকার্ড প্রদর্শন করা হয় ।
এসময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় সাতক্ষীরার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Sumyia/sat