নিজস্ব প্রতিবেদক: চিরবিদায়ের কালে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন একুশে পদক প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে তাঁর মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে। সেখানে শেষ শ্রদ্ধা জানান স্বজন, শুভাকাঙ্খী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এসময় বিশিষ্টজনেরা বলেন, সৈয়দ সালাউদ্দিন জাকী তাঁর কর্মের মধ্যে বেঁচে থাকবেন আজীবন। বৃহস্পতিবার বিকেলে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে এই চিত্র নির্মাতাকে।
বরেণ্য চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকীকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন। বৃহস্পতিবার সকালে মরদেহ নেয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণে। ফুলেল শ্রদ্ধা জানান সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
স্বল্প সংখ্যক চলচ্চিত্র নির্মাণ করলেও দর্শক-সমালোচকের শ্রদ্ধা আদায় করেছিরেন সৈয়দ সালাউদ্দিন জাকী। তাঁর নির্মিত ‘ঘুড্ডি’ চলচ্চিত্রটি এখনও আলোচিত। দেশকে খুব ভালবাসতেন। তাঁর লেখনি ও চিন্তায় ছিলো দেশের কথা, তারুণ্যের কথা।
শ্রদ্ধা জানাতে এসে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, সৈয়দ সালাউদ্দিন জাকী একজন সজ্জন ও বিনয়ী মানুষ ছিলেন।
প্রয়াত পিতার স্মৃতিচারণ করে তাঁর পুত্র পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।
গত সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ সালাহউদ্দীন জাকী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত করা হবে সৈয়দ সালাহউদ্দিন জাকীকে।
FM/sat