মেট্রোরেলের নিরাপত্তায় থাকবে এমআরটি পুলিশ

প্রকাশিত: ২১-০৯-২০২৩ ১৪:৫৬

আপডেট: ২১-০৯-২০২৩ ১৪:৫৬

ফরহাদ উজ্জামান: আগামী মাসেই মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব বুঝে নেবে ম্যাস র‌্যাপিড ট্রানজিট- এমআরটি পুলিশ। একজন ডিআইজির নেতৃত্বে গঠন করা হয়েছে পুলিশের এই বিশেষ ইউনিট। দায়িত্ব পালনের জন্য ইতোমধ্যে প্রশিক্ষণ শুরু করেছেন এমআরটি পুলিশ সদস্যরা। নবগঠিত পুলিশের এই ইউনিটের প্রধান জানালেন, মেট্রোরেলের সব ধরনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে এমআরটি পুলিশ। এটি হবে পুরোপরি প্রযুক্তি নির্ভর একটি ইউনিট। 

গত বছর ডিসেম্বরে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু হওয়ার পর থেকে এর নিরাপত্তা দিচ্ছে ঢাকা মেেট্রপলিটন পুলিশ- ডিএমপি। তবে মেট্রোরেলে নিরাপত্তায় গঠন করা হয়েছে বিশেষায়িত ইউনিট- এমআরটি পুলিশ। তারা দায়িত্ব নেয়ার পর ডিএমপি তাদের কার্যক্রম গুটিয়ে নেবে। 

একজন ডিআইজির নেতৃত্বে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পদবির ২৩১ জনবল আছে এমআরটি পুলিশে। নতুন এই ইউনিটের প্রধান হয়েছেন ডিআইজি জিহাদুল কবির। মেট্রোরেলের লাইন স্টেশন ও যাত্রীদের নিরাপত্তা দেয়ার জন্য জনবল কম বলে মনে করেন তিনি।

পুলিশের বাহিনীর বিভিন্ন ইউনিট থেকে বাছাই করে এমআরটি পুলিশে পদায়ন করা হয়েছে। উত্তরার দিয়াবাড়ি পুলিশ লাইনসে তাদের প্রশিক্ষণ চলছে। পরিচালনা কার্যক্রমের বাইরে এমআরটিতে কোনো অপরাধ ঘটলে মামলা নেয়া ও তদন্ত থানা পুলিশই করবে।

বর্তমানে পুলিশ সদর দপ্তর থেকে এমআরটি পুলিশের কার্যক্রম চলছে। শিগগিরই এমআরটি পুলিশের প্রধান কার্যালয় উত্তরার দিয়াবাড়ীর ডিএমটিসিএল ডিপো রোলিং স্টক ভবনে স্থানান্তর হবে।

 

Forhad/sat