দিনাজপুর সংবাদদাতা: সড়কের দুই পাশে সারি, সারি পেঁপে গাছ লাগিয়ে চমক সৃষ্টি করেছেন দিনাজপুরের খানসামা উপজেলার কৃষক আলতাফ হোসেন। থাইল্যান্ডের গ্রিন ল্যাডি জাতের চার’শ পেঁপে গাছ লাগিয়েছেন এই কৃষক। প্রতিটি গাছে ফল ধরেছে। বিক্রি করে ভালো লাভও হচ্ছে। যা দেখে উদ্ধুদ্ধ হচ্ছেন অন্য চাষিরাও।
সড়কের দু’ধারে থাকা জঙ্গল পরিষ্কার করে সারি সারি পেঁপে গাছ লাগিয়েছেন আলতাফ হোসেন। গাছে ঝুলে থাকা সবুজ পেঁপে দেখেই প্রাণ জুড়িয়ে যায় পথচারীদের। ইতোমধ্যে তিনি তার পেঁপে গাছ থেকে ২০ মণ পেঁপে বিক্রি করেছেন। প্রতিমণ পেঁপে বিক্রি হয়েছে ৭০০ টাকা দরে।
সড়কের দু’ধারে সারি সারি পেঁপে গাছ দেখে মুগ্ধ হন পথচারীরা। এমন গাছ ও ফলন দেখে অনেকেই আলতাফ হোসেনের কাছে পেপে চাষের পরামর্শ নিচ্ছেন।
কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা।
পতিত জমিতে আবাদ করতে অন্যরাও এগিয়ে আসলে সবজির চাহিদা পূরণের পাশাপাশি দেশে খাদ্য উৎপাদনও বাড়বে বলে মত সংশ্লিষ্টদের।
rocky/sat