নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কাজে ধীরগতি

প্রকাশিত: ২১-০৯-২০২৩ ১০:২০

আপডেট: ২১-০৯-২০২৩ ১০:৫০

নেত্রকোণা সংবাদদাতা: দুই বছরের জায়গায় প্রকল্পের মেয়াদ ৫ বছর পেরিয়ে গেলেও নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো দৃশ্যমান হয়নি এখনও। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নির্মাণ কাজ। এমন ধীরগতির জন্য নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়াকে দুষছে ঠিকাদারী প্রতিষ্ঠান। আর অবকাঠামো না থাকায় ক্যাম্পাসের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। 

২০১৮ সালের নভেম্বরে একনেক সভায় ২ হাজার ৬৩৭ কোটি টাকা ব্যয়ে নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প অনুমোদিত হয়। পরবর্তীতে জেলা শহরে পাঁচ’শ একর জমি অধিগ্রহণ করা হয়। ২০১৯ সালের পহেলা জানুয়ারি বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শুরু হয়। যা ২০২১ সালের ৩১শে ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। পরে প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ৩০শে  জুন পর্যন্ত বাড়ানো হয়।  

কিন্তু কাজ শুরুর ৫ বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান হয়নি ভবনের অবকাঠামো। কোন কোন অংশে এখনও বালু ভরাটের কাজ চলছে। 

অবকাঠামো না থাকায় স্থানীয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে চলছে প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম।  ক্যাম্পাস সুবিধা পাচ্ছেন না শিক্ষার্থীরা। তাদের মাঝে হতাশা বাড়ছে। 

ঠিকাদারদের দাবি, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় কাজের গতি কমেছে। 

একই কথা বলছেন প্রকল্প পরিচালক মো. জাকির হোসেন চৌধুরীও। তবে কাজে গতি বাড়াতে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোকে তাগাদা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

দ্রুত বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের কাজ শেষ করার তাগিদ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

চলতি বছর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিজস্ব ভবনে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলেও জানান উপাচায গোলাম কবীর।

Priyonty/sat