নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপ এবং মৌসুমি বায়ু প্রভাব বিস্তার করায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
আগামী দুই-তিন দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে ভ্যাপসা গরম কমে এসেছে।
আবহাওয়াবিদ একে নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপটি আজ সৃষ্টি হয়েছে। যা আগামীকাল ভারতের উপকূল দিয়ে প্রবাহিত হওয়ার সময় শক্তি কমে বৃষ্টি ঝরাবে। দোসরা সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। এর পর ধীরে ধীরে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে উত্তরাঞ্চলে কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
FM/Bodiar