নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ আর নেই

প্রকাশিত: ২০-০৯-২০২৩ ১৯:০৮

আপডেট: ২১-০৯-২০২৩ ১৬:১৬

নিজস্ব প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতউল্লাহ আর নেই। বিকেলে ধানমন্ডির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। দেশে নৃত্যচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতউল্লাহ।  দীর্ঘদিন টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এই শিল্পী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। 

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্যচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো যার, তিনি জিনাত বরকতউল্লাহ। চার বছর বয়সে ওস্তাদ গাজী আলিমুদ্দিন মান্নানের কাছে নাচের তালিম নেয়া শুরু করেন। বুলবুল ললিতকলা একাডেমিতেও নাচ শিখেছেন তিনি। উপমহাদেশের শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম, কত্থক এবং মণিপুরী, এই তিন ঘরানাতেই প্রশিক্ষণ নেন তিনি। তবে পরবর্তীতে লোকনৃত্যেই তাকে বেশি দেখা যেত। নৃত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২২ সালে একুশে পদক প্রদান করে। 

১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকের মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন জিনাত বকরতউল্লাহ । অন্তত ৮০টি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ঘরে বাইরে’, ‘অস্থায়ী নিবাস’, ‘বড় বাড়ি’, ‘কথা বলা ময়না’। 

কর্মজীবনে তিনি শিল্পকলা একাডেমিতে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন। একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের অন্তর্ভুক্ত প্রযোজনা বিভাগের পরিচালক ছিলেন। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, নৃত্যাঞ্চল ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

Laiza/joy