রাজকে তালাক নোটিশ পাঠালেন পরীমণি!

প্রকাশিত: ২০-০৯-২০২৩ ১৭:১০

আপডেট: ২০-০৯-২০২৩ ১৭:১৫

বিনোদন ডেস্ক: মনের অমিল হওয়া, বনিবনা না হওয়ায় স্বামী শরীফুল রাজকে তালাক নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। 

গত ১৮ই সেপ্টেম্বর রাজের কাছে এই তালাক নোটিশ পাঠিয়েছেন পরীমণি। একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তালাকের নোটিশে রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া, মানসিক অশান্তির কথা উল্লেখ করেছেন পরীমণি।

No description available.

২০২১ সালে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে শরিফুল রাজের সঙ্গে পরিচয় হয় পরীমণির। মাত্র কয়েকদিনের পরিচয় এবং প্রেমের পরে গোপনে বিয়ে করেন তারা। 

গত বছরে ১০ই জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ এবং পরীর সম্পর্কের খবর। তখনই পরীমণি জানান যে তিনি সন্তানসম্ভবা। গত বছর ২২শে জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাঁদের বিবাহ সম্পন্ন হয়।

 

afroza/Bodiar