টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতিতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আজ বুধবার (২০শে সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসমাইল হোসেন (৫৫) ও মাসুদুর রহমান মজুমদার (৫৪)। তারা দুইজনেই একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক জানান, দুপুরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় এলেঙ্গা থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী একটি মোটরসাইকেল মহাসড়কের ভূঞাপুর লিংক রোড পার হওয়ার সময় বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।
FR/Bodiar