চলছে পরিণীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি

প্রকাশিত: ২০-০৯-২০২৩ ১৪:৩২

আপডেট: ২০-০৯-২০২৩ ১৪:৩২

বিনোদন ডেস্ক: চলতি বছরের মে মাসে ধুমধাম করে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। আগামী ২৪শে সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বেধে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পরিণীতি ও রাঘব। ইতিমধ্যে মুম্বাই থেকে দিল্লিতে এসে পৌছেছেন পরিণীতি। সেখানে বিয়ের আগের একাধিক অনুষ্ঠানের আয়োজন হওয়ার কথা। দিল্লি বিমানবন্দরে রাঘবের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দিল্লিতে নাকি একটি ক্রিকেট ম্যাচ হতে চলেছে চোপড়া ও চাড্ডা পরিবারের মধ্যে। এসব অনুষ্ঠানের পরেই নাকি রাজস্থানে রওনা দেবেন হবু দম্পতি, পরিজন ও বন্ধুরা।

উদয়পুরের তাজ লীলা প্যালেসে আয়োজন করা হয়েছে রাঘব ও পরিণীতির বিয়ের অনুষ্ঠান। ২৩শে সেপ্টেম্বর ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে দুপুর থেকে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। তার পরে থাকছে নব্বইয়ের দশকের আদলে একটি থিম পার্টি। সেই দিনই সম্পন্ন হবে পরিণীতির ‘চূড়া সেরিমনি’। ২৪শে সেপ্টেম্বর রাঘবের ‘সেহরাবন্দি’-র মাধ্যমে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। জানা গেছে, রাঘব ও পরিণীতির বিয়ের জন্য সেজে উঠছে একাধিক বিলাসবহুল হোটেল। হোটেল লেক প্যালেস থেকে জলপথে বরযাত্রী রওনা দিবে তাজ লীলা প্যালেসের উদ্দেশ্যে। দুপুরের মধ্যে বিয়ের অনুষ্ঠান শেষ করে সন্ধ্যায় তাজ লীলা প্যালেসে অনুষ্ঠিত হবে নবদম্পতির রিসিপশন পার্টি।

 

shamima/sat