নোয়াখালীতে অস্ত্রসহ আটক ৩

প্রকাশিত: ২০-০৯-২০২৩ ১১:৫৭

আপডেট: ২০-০৯-২০২৩ ১১:৫৭

নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

গতকাল (মঙ্গলবার) বিকেলে উপজেলার দুর্গাপুর ও হাজীপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।    

আটকরা হলেন, বেগমগঞ্জ উপজেলার মৃত সুরুজ মিয়ার ছেলে শহিদ উল্লাহ ওরফে শহিদ (৩২), একই উপজেলার মৃত আব্দুস সাত্তারের ছেলে খোরশেদ আলম ওরফে মোরশেদ (২৫) ও মোহাম্মদ জাফরের ছেলে আশিকুর রহমান (১৯)।

নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রশিদ মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে শহিদ নামে এক সন্ত্রাসীকে আটক করে। এসময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পরে শহিদের দেয়া তথ্যমতে হাজীপুর ইউনিয়নের পূর্ব হাজীপুর গ্রাম থেকে আরও দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কার্তুজ, দুই রাউন্ড গুলি ও একটি শুটারগান জব্দ করা হয়।  

 

Nishat/sat