উখিয়া ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১৯-০৯-২০২৩ ২১:২৪

আপডেট: ১৯-০৯-২০২৩ ২১:২৪

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর সাব মাঝি মোহাম্মদ আয়ূবকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

আজ (মঙ্গলবার) বিকেল ৫টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী আয়ূবকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত আট এপিবিএন পুলিশের ডিআইজি মোহাম্মদ আমির জাফর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্প-১৮, ব্লক-এইচ/৫৬ এর কোডেক স্কুলের সামনে সশস্ত্র সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে ব্লক এইচ/৫৬ এর সাব-মাঝি মোহাম্মদ আইয়ুব (৩৫) কে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত মোহাম্মদ আইয়ুব আরসা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে জানান তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহত সাব মাঝির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

 

Priyonty/Bodiar