রাজবাড়ী সংবাদাতা: রাজবাড়ীর পাংশা উপজেলায় এইচএসসি (ভোকেশনাল) ইংরেজি ২য় পত্র পরীক্ষায় পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করা ও মোবাইল রাখার অপরাধে ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানান, আজ মঙ্গলবার দুপুরে এইচএসসি (ভোকেশনাল) ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন।
এসময় কেন্দ্রের একটি কক্ষ থেকে ১৪ জন পরীক্ষার্থীকে নকল ও মোবাইলসহ হাতেনাতে ধরেন। পরে ওই ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং ওই কক্ষে দায়িত্বে থাকা দুই শিক্ষক প্রভাষক স্বপন মন্ডল ও তাসনিমা খানমকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন তিনি।
Kaniz/Bodiar