বগুড়ায় আলু মজুদের অভিযোগ, আটক ৩

প্রকাশিত: ১৯-০৯-২০২৩ ২০:৫০

আপডেট: ১৯-০৯-২০২৩ ২০:৫১

নিজস্ব প্রতিবেদক: আগামী তিন থেকে চার দিনের মধ্যে নির্ধারিত মূল্যে আলু কেনাবেচা না হলে আলু আমদানির সুপারিশ করা হবে হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। 

দেশেব্যাপী আলুর হিমাগার পরিদর্শনের অংশ হিসেবে মঙ্গলবার সকালে বগুড়ায় বেশ কয়েকটি হিমাগার পরিদর্শন শেষে একথা জানান তিনি। 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আর এন্ড আর পটেটো কোল্ড স্টোর পরিদর্শনে করেন মহাপরিচালক। অধিক লাভের আশায় আলু মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সাথে জড়িতের প্রমাণ পাওয়ায় তিনজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়। 

এসময় ভোক্তা অধিদপ্তরের ডিজি বলেন, দেশের হিমাগারগুলোতে পর্যাপ্ত পরিমাণে আলুর মজুদ রয়েছে। দেশের আলুর উৎপাদন উদ্ধৃত্ত হওয়ার কারণে বিদেশে রপ্তানি করা হচ্ছে। সেখানে কিছু দালাল শ্রেণি আলুর দাম বাড়িয়ে দিচ্ছে। 

হিমাগার থেকে ২৭ টাকায় আলু সরবরাহ করা গেলেই সরকার নির্ধারিত মূল্যে বাজারে কেনাবেচা সম্ভব হবে বলে জানান তিনি।

 

FM/Bodiar