নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংশোধন করে জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে এ দাবি জানান নেতারা।
সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী বলেন, সরকার নিজেরা ভয় পেয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে জামানত হারাবে আওয়ামী লীগের সব প্রার্থী।
সরকারের পদত্যাগ, অন্তর্র্বর্তী সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি ও সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ ও গণমিছিল কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
সমাবেশ শেষে টিকাটুলী মোড় পর্যন্ত গণমিছিল করেন মঞ্চের নেতাকর্মীরা।
Forhad/Bodiar