ভারত-কানাডার সম্পর্কে অবনতি

প্রকাশিত: ১৯-০৯-২০২৩ ১৯:৫১

আপডেট: ১৯-০৯-২০২৩ ১৯:৫১

আন্তর্জাতিক ডেস্ক: খালিস্তানপন্থী সংগঠনের এক নেতাকে হত্যা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও কানাডার কূটনীতিক সম্পর্ক। ভারতীয় এক কূটনীতিককে কানাডা থেকে বহিষ্কারের পাল্টা জবাব দিয়েছে নয়াদিল্লি। তারাও কানাডার একজন সিনিয়র কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কানাডার ভ্যাঙ্কুভারের একটি শহরতলিতে এ বছরের জুনে খালিস্তানপন্থী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্স’ বা কেটিএফের প্রধান হরদিপ সিংহ নিজ্জার খুন হন। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে এই হত্যাকাণ্ডে ভারত সরকারের পৃষ্ঠপোষকতার নির্ভরযোগ্য প্রমাণ পায় কানাডা।

এ বিষয়ে কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সকে প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো জানিয়েছেন, হরদিপ সিং নিজ্জারকে ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে, যার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনার জেরে অটোয়ায় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) এর কানাডা শাখার প্রধানকে বহিষ্কার করেছে কানাডা। 

এর জবাবে মঙ্গলবার কানাডার একজন সিনিয়র কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারত সরকার। ওই কূটনীতিকের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে ভারত ছাড়ার জন্য ৫ দিন সময় দেওয়া হয়েছে।    

এদিকে, এই ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে, ‘আমরা কানাডার পার্লামেন্টে সে দেশের প্রধানমন্ত্রীর বিবৃতি দেখেছি এবং তা প্রত্যাখ্যান করেছি।’

 

rocky/Bodiar