সন্ত্রাসী মামুনের ওপর হামলা, ২ পথচারি গুলিবিদ্ধ

প্রকাশিত: ১৯-০৯-২০২৩ ১৯:৪১

আপডেট: ১৯-০৯-২০২৩ ১৯:৪১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় সন্ত্রাসী মামুনের মাইক্রোবাস থামিয়ে তাকে লক্ষ্য করে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ সময় আরও দুই পথচারি গুলিবিদ্ধ হন। 

গোয়েন্দা পুলিশের ধারণা, জেলখানায় থাকা আরেক সন্ত্রাসী ইমনের লোকজন এই হামলা চালিয়েছে। এই ইমন আদালত প্রাঙ্গণে মামুনকে হত্যার হুমকি দিয়েছিলো। আর মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। 

সোমবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় একটি মাইক্রোবাস থামাতে দেখা যায় মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন যুবককে। এরপর টার্গেট করে চালানো হয় গুলি। পরে একজনকে কোপাতে দেখা যায়।

রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। গুলিতে দুই পথচারি আহত হয়েছে। এদের মধ্যে ভুবন চন্দ্র শীলের মাথায় গুলি লাগে। গুলিবিদ্ধ হয়েছেন আরিফুল নামে আরও এক পথচারি।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ জানিয়েছেন, দীর্ঘদিন পর জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করেই হামলা চালায় সন্ত্রাসীরা। কারাবন্দি সন্ত্রাসী ইমন তাকে হত্যার হুমকি দিয়েছিলো।

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। ২০ বছরের বেশি সময় জেলে ছিলো মামুন। কয়েকদিন আগে মামুন জামিনে ছাড়া পান বলে জানান ডিবি প্রধান।

 

Rakib/Bodiar