নাটোর সংবাদদাতা: নাটোরের হালতিবিল ও আত্রাই নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই উৎসব উপভোগ করতে ভীড় করে হাজারো মানুষ। প্রতিযোগিতাকে ঘিরে বসে গ্রামীণ মেলা। আয়োজকরা বলছেন, ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখতে উদ্যোগ গ্রহণ করা হবে।
বাদ্য আর সঙ্গীতের তালে তালে নেচে গেয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা মাতিয়ে তোলেন প্রতিযোগিরা। সেই সাথে তাল মিলিয়ে বৈঠার ওঠানামা রোমাঞ্চের ঢেউ তোলে বাইচ দেখতে আসা দর্শকদের মনেও। মাল্লাদের বাদ্যের তাল, বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর গানের ছন্দ আনন্দিত করে আগতদের। সুপ্রাচীন কাল থেকে গ্রামবাংলায় নৌকাবাইচ জনপ্রিয় এক আয়োজন।
বাঙ্গালি সংস্কৃতির প্রাচীন ঐতিহ্যের বাহক নৌকাবাইচ দেখতে মানুষের ঢল নেমেছিল নাটোরের হালতিবিল ও আত্রাই নদীর দুই পাড়ে। এ আয়োজন ঘিরে আনন্দে মেতে ওঠে তারা।
নৌকাবাইচের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানান তিনি।
এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন আরও বেশি করে করার ক্ষেত্রে সরকারের সহযোগিতা চান আয়োজকরা।
lamia/Bodiar