তৃণমূল বিএনপির নেতৃত্বে শমসের-তৈমূর

প্রকাশিত: ১৯-০৯-২০২৩ ১৭:১০

আপডেট: ১৯-০৯-২০২৩ ২০:৫৫

নিজস্ব প্রতিবেদক: ‘তৃণমূল বিএনপি’তে যোগদান করেই দলটির নেতৃত্বে এসেছেন বিএনপির সাবেক দুই নেতা। নতুন এই কমিটিতে বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও কূটনীতিক শমসের মুবিন চৌধুরীকে চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে মহাসচিব করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯শে সেপ্টেম্বর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের জাতীয় সম্মেলন ও কাউন্সিলে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা দলটির এক্সিকিউটিভ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। কাউন্সিলে দলটির ২৭ সদস্যের আংশিক কমিটি নির্বাচিত হয়েছে।

শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম বিএনপির সাবেক নেতা ছিলেন। সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী সবশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপি থেকে পদত্যাগের পর ২০১৮ সালে বিকল্পধারায় যোগদান করেন।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০২২ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার হন। 

জাতীয় সম্মেলন থেকে আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেন তৃণমূল বিএনপির নেতারা।

চলতি বছরের ১৬ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায় তৃণমূল বিএনপি। এর তিন দিনের মাথায় মারা যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। তার মৃত্যুর পর ৬ই মে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদা।

 

sanjida/Bodiar