লালমনিরহাট সংবাদদাতা: শ্রমিক ও সর্দার পক্ষের দ্বন্দ্বে বন্ধ রয়েছে বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম। গত মঙ্গলবার শ্রমিক ও সর্দার পক্ষের সংঘর্ষের মধ্য দিয়ে অচলাবস্থা সৃষ্টি হয় স্থলবন্দরটিতে। তারই প্রেক্ষিতে গতকাল সোমবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় বন্দরটির কার্যক্রম।
মূলত লোড-আনলোড শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে আটকে পড়েছে শত শত ট্রাক। এতে একদিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে রাজস্ব আদায়ে ঘাটতিতে পড়ছে সরকার।
বন্দর সংশ্লিষ্টরা জানান, এতদিন ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিকদের মজুরি পরিশোধ করতো সর্দারদের সংগঠনকে। পরে শ্রমিক কল্যাণার্থে ও সর্দারদের কমিশন হিসাবে টন প্রতি ৪(চার) টাকা কেটে শ্রমিকদের বাকী টাকা দেয়া হতো। জমা হওয়া এই টাকার হিসাব, নতুন কমিটি গঠন এবং ঠিকাদারের কাছ থেকে সরাসরি মজুরি পাওয়ার দাবিতে শ্রমিকপক্ষের সাথে সর্দারদের বিরোধের জেরেই বন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি সায়েদুজ্জামান সায়েদ জানান, শ্রমিকদের দুই গ্র“পের দ্বন্দ্বে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সমস্যা নিরসনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে তা সফল হচ্ছেনা।
সৃষ্ট জটিলতা নিরসনে কয়েকদিন ধরে স্থলবন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
Prottay/prabir