কানাডায় শিখ নেতা নিহত: ভারতীয় এক কূটনীতিক বহিষ্কার

প্রকাশিত: ১৯-০৯-২০২৩ ১২:২৪

আপডেট: ১৯-০৯-২০২৩ ১২:২৪

আন্তর্জাতিক  ডেস্ক: কানাডার মন্দিরে এক শিখ নেতা নিহত হওয়ার জেরে দেশটি থেকে ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

বহিষ্কৃত ঐ কূটনীতিক ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এর এজেন্ট বলে অভিযোগ করা হচ্ছে। এছাড়া শিখ নেতা হারদীপ সিং নিজ্জরকে হত্যায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে সংসদে বক্তৃতা দেয়ার সময় কানাডার প্রধানমন্ত্রী বলেন, 'কানাডার নাগরিক হারদীপ সিং নিচ্ছর হত্যায় ভারতের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে তদন্ত করবে তার দেশ। তিনি এ ব্যাপারে ভারত সরকারকে সহযোগিতা করার জন্য প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি সোমবার রাতে পার্লামেন্টে দেওয়া এক বিবৃতিতে বলেন, 'কানাডার মাটিতে কানাডার কোনো নাগরিককে হত্যায় কোনো বিদেশি সরকারের সম্পৃক্ততা আমাদের সার্বভৌমত্বের অগ্রহণযোগ্য লঙ্ঘন।

কানাডার নিরাপত্তা সংস্থাগুলো চলতি বছরের জুনে শিখ-কানাডিয়ান স্টাব্রিভিস্ট নিহতের সঙ্গে ভারত সরকারের এজেন্টদের সম্পৃক্ততা নিয়ে তদন্ত চালাচ্ছে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী।

হারদীপ সিং নিচ্ছর ১৮ জুন সারের একটি শিখ মন্দিরে গুলিতে নিহত হন। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ওই ঘটনায় ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে কানাডার। এ ব্যাপারে কানাডার রাজধানী অটোয় ভারতীয় হাই কমিশনে মন্তব্য জানতে চাইলেও তারা তাতে সাড়া দেয়নি। 

 

FR/prabir