পেরুতে বাস উল্টে ২৪ জন নিহত

প্রকাশিত: ১৯-০৯-২০২৩ ১২:০৮

আপডেট: ১৯-০৯-২০২৩ ১২:০৮

আন্তর্জাতিক  ডেস্ক: পেরুতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে উল্টে ঢালে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ১:৩০ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়, বাসটি দেশের দক্ষিণ-মধ্য অংশের আয়াকুচো থেকে উত্তরে জুনিন অঞ্চলের রাজধানী হুয়ানকায়োর দিকে যাচ্ছিল।  এসময় বাসটি হুয়ানকাভেলিকা এলাকায় দুর্গম পাহাড়ি ভূখ-ে আছড়ে পড়ার সময় বেশ কয়েকবার উল্টে যায়।

এক পর্যায়ে ১৫০ মিটার (৪৯২ ফুট) নিচে গভীর খাদে পড়ে যায়।  এতেই হতাহতের এ ঘটনা ঘটে। পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।  

 

FR/prabir