জাতিসংঘে সাধারণ পরিষদে আজ সাধারণ বিতর্ক পর্ব শুরু

প্রকাশিত: ১৯-০৯-২০২৩ ১১:৪৫

আপডেট: ১৯-০৯-২০২৩ ১১:৪৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজ শুরু হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাধারণ বিতর্ক পর্ব। উদ্বোধনী দিনে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইউক্রেন, তুরস্ক ও জাপানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। 

এর আগে সোমবার শুরু হয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থাটির মহাসচিব অ্যান্তরিও গুতেরেস। এসময় ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক উদ্ধার পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি। 

‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার বিতর্কে অংশ নেবেন বিভিন্ন দেশের দেড় শতাধিক নেতা ও রাষ্ট্রীয় প্রতিনিধি। অধিবেশনজুড়ে আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু সংকটের পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রাধান্য পাবে। আলোচনা হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, মহামারি মোকাবিলা ও পরমাণু অস্ত্র বাতিল করার বিষয়েও।

 

shamima/prabir