সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের পাখিমারা হাওরে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। জমজমাট এই আয়োজন দেখতে হাওর পাড়ে ভিড় করে হাজারো মানুষ। তিনটি পর্বে অনুষ্ঠিত এই বাইচে সেরা হয় সলফ গ্রামের নৌকা 'সোনারতরী'। ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার তাগিদ দিয়েছেন আয়োজকরা।
বাদ্য আর সঙ্গীতের তালে তালে নেচে গেয়ে এভাবেই নৌকাবাইচ মাতিয়ে তোলেন প্রতিযোগিরা। সেই সাথে তাল মিলিয়ে বৈঠার ওঠানামা রোমাঞ্চের ঢেউ তোলে বাইচ দেখতে আসা দর্শকদের মনেও। সুপ্রাচীণ কাল থেকে গ্রামবাংলায় নৌকাবাইচ তাই জনপ্রিয় এক আয়োজন। ঐতিহ্যবাহী এমনই এক নৌকাবাইচ অনুষ্ঠিত হলো সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাখিমারা হাওরে।
সোমবার সকাল থেকে নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টিনন্দন সব নৌকার বাইচ শুরু হয়। বাড়তি আকর্ষণ ছিল নৌকায় নৌকায় বসে মেলা। দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।
গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন আরও বেশি করে করার ক্ষেত্রে সরকারের সহযোগিতা চান আয়োজকরা।
এর আগে প্রধান অতিথি হিসেবে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। প্রতিযোগিতায় প্রথম হওয়া দলকে মোটরসাইকেল পুরষ্কার দেয়া হয়।
Nishat/prabir