পরিবেশ বাঁচাতে পরিত্যক্ত পলিথিনের হাট

প্রকাশিত: ১৯-০৯-২০২৩ ১০:২৯

আপডেট: ১৯-০৯-২০২৩ ১০:৩৫

মৌলভীবাজার সংবাদদাতা: পরিবেশ বাঁচাতে পরিত্যক্ত পলিথিনের হাট চালু হয়েছে মৌলভীবাজারে। সপ্তাহে একদিন বসে এই হাট। আর এখান থেকে পরিত্যক্ত পলিথিন কিনে নিচ্ছে মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষ। পরিচ্ছন্ন  এলাকা গড়তে ভিন্নধর্মী এমন উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার পৌরসভা।

মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্বরে প্রতি রোববার বিকেলে বসে পলিথিন হাট। গত ৯ জুলাই থেকে এই হাট শুরু হয়। শহরের বিভিন্ন পাড়া-মহল্লা, রাস্তা, নালা ও বাসা-বাড়ীর আশপাশে পড়ে থাকা পলিথিন সংগ্রহ করে এই হাটে বেঁচতে আনে নিন্ম আয়ের মানুষ। এগুলোর ক্রেতা মৌলভীবাজার পৌরসভা।  পড়ে থাকা পলিথিন বিক্রি করে বাড়তি আয়ের সুযোগ পেয়েছে দরিদ্র মানুষ ।  

শুরুতে প্রতি কেজি পলিথিন ৫০ টাকা দরে কেনা হতো। সর্বশেষ ২০ টাকা কেজি দরে এই পলিথিন ক্রয় করছে মৌলভীবাজার পৌরসভা। 

পৌর মেয়র ফজলুর রহমান জানালেন, ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা, জলাবদ্ধতা নিরসন এবং শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। এই পলিথিন থেকে তেল উৎপাদন করার  পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

মৌলভীবাজার পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পরিবেশ ও বন মন্ত্রী মো. শাহাবউদ্দিন বলেন, এমন উদ্যোগ পলিথিনমুক্ত দেশ গড়তে সহায়ক হবে। পলিথিনের বিকল্প ব্যবহার বাড়বে। 

এই পলিথিনের হাট পরিচ্ছন্ন পৌরসভা গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

 

 

 

Laiza/prabir