খুলনা অঞ্চলে বহু নৌপথ বন্ধ

প্রকাশিত: ১৯-০৯-২০২৩ ১০:১২

আপডেট: ১৯-০৯-২০২৩ ১০:৩৬

খুলনা সংবাদদাতা: এক সময় খুলনা অঞ্চলে যাতায়াত ও বাণিজ্যের প্রধান পথ ছিল নৌপথ। খুলনা থেকে রাজধানী ঢাকাসহ ৩৪টি নৌ-পথে যাত্রীবাহি নৌযান চলাচল করতো। বর্তমানে মাত্র তিনটি নৌপথ চালু আছে। ফলে খুলনা অঞ্চলের নদীকেন্দ্রিক অর্থনীতি অনেকটা থমকে গেছে। সড়ক ও রেলপথে যোগাযোগ সহজ হলেও নৌপথে যাতায়াত সহজ ও সুলভ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শত শত বছর ধরে এ দেশের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল নৌপথ। দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা খুলনা থেকে একসময় রাজধানী ঢাকাসহ ৩৪টি নৌ-পথে যাত্রীবাহি নৌযান নিয়মিত চলাচল করত। এছাড়াও পণ্য পরিবহনেও বেশি ব্যবহার হত নৌপথ।  

নাব্যতা সংকট, নদীর তীর অবৈধ দখলসহ বিভিন্ন কারণে নৌপথের ব্যবহার অনেকটা কমে আসছে। সেইসাথে সড়ক ও রেলপথে যোগাযোগ সহজ হওয়ায় কমেছে নদীপথের গুরুত্ব। বর্তমানে তিনটি রুটে যাত্রীবাহি লঞ্চ চলাচল করে।

নৌপথ বন্ধ কিংবা পরিত্যক্ত হওয়ার পেছনে নাব্যতা সংকট এবং যাত্রী-স্বল্পতাকে দায়ী করছে সংশ্লিষ্টরা।

নৌপথগুলো পুনরায় চালু হলে এ অঞ্চলে নদী কেন্দ্রিক অর্থনীতির চাকা আবার সচল হবে বলে আশা স্থানীয়দের।

 

AR/prabir