নদীতে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ১৮-০৯-২০২৩ ২২:২৬

আপডেট: ১৮-০৯-২০২৩ ২২:২৬

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে আত্মহত্যা করতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে মহানন্দা নদীতে ঝাঁপ দেন এক কলেজছাত্রী। পরে বিজিবির সহযোগিতায় তাকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নদীতে ঝাঁপ দেওয়ার আগে সেতুর ওপরে ট্রাকসহ কয়েকটি যানবাহনের সামনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই কলেজছাত্রী।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বারোঘরিয়ায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত কলেজছাত্রী মুনজিলা হক টুসি (২১) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ফুড বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ও সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লাহারপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।

স্থানীয়রা জানান, সেতুর ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন ওই মেয়ে। সেতু চত্বরে থাকা বিজিবি সদস্যদের অনুরোধে স্থানীয়রা নদী থেকে তাকে উদ্ধার করেন। পরে বিজিবি সদস্যদের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন বলেন, নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনাটি বিজিবি চেকপোস্টের কাছাকাছি এলাকায় হয়েছে। বিজিবি সদস্যরা ওই মেয়েকে হাসপাতালে ভর্তি করেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের অফিসার ডা. শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে ভর্তির পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

sanjida/shimul