নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জে দুই বাড়ির মাঝে আটকা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (সোমবার) দুপুরে সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, এলাকার হাবিবুর রহমান ও মালা ফকিরের বাড়ির মাঝে গলিতে ওই ব্যক্তির মাথা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযানে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার এস আই হানিফ জানান, দুই বাড়ির মাঝে সরু গলির দেয়াল ভেঙে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
Nishat/shimul