যেকোনো অপচেষ্টা রুখে দেবে পুলিশ : আইজিপি

প্রকাশিত: ১৮-০৯-২০২৩ ২০:১৪

আপডেট: ১৮-০৯-২০২৩ ২১:১০

রংপুর সংবাদদাতা: জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা রুখে দেয়ার সক্ষমতা পুলিশের রয়েছে বলে জানালেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

আজ (সোমবার) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় আইজিপি বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের নিদের্শনা অনুযায়ী পুলিশ বাহিনী দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানসহ অন্যরা। 

 

 

 

Nishat/shimul