কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারে নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় ভিকটিমকে উদ্ধার করা হয়।
গতকাল (রোববার) কক্সবাজার শহরের কলাতালি থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ সোহেল পাবর্ত্য বান্দরবান জেলার আলীকদম থানার সদর ইউনিয়নের উত্তর পালংপাড়া পান বাজার এলাকার মোহাম্মদ সৈয়দ নুরের ছেলে।
র্যাব এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবু সালাম চৌধুরী জানান, গত ১০ই সেপ্টেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকা থেকে নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে তাকে ধর্ষণ করে সোহেল। এঘটনায় অপহৃতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
sanjida/shimul