হিলি সংবাদদাতা : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এক চাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৯৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার রাত ৮টায় উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দামোদরপুর গ্রামের মঞ্জু মিয়ার বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক হয়নি।
চাল ব্যবসায়ী মঞ্জু মিয়া একই গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করে আসছেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় কেউ মুঠোফোনে ফোন করে ওই চাল ব্যবসায়ীর বাড়িতে সরকারি চাল মজুত রাখার খবর দেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামকে। পরে তিনি সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা আসাদুজ্জামানকে সঙ্গে নিয়ে চাল ব্যবসায়ী মঞ্জু মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁর বাড়ির বারান্দায় রাখা খাদ্য অধিদপ্তরের সিলসংবলিত ৯৫ বস্তা চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ২ হাজার ৮৫০ কেজি চাল জব্দ করা হয়েছে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালো বাজারে ক্রয় করা ভিডব্লিউবি কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। যা এক বস্তায় ৩০ কেজি হিসেবে ২ হাজার ৮৫০ কেজি চাল। এ ব্যাপারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Priyonty/shimul