নিজস্ব প্রতিবেদক: নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাঁকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের নেতারা। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের নেতৃত্বে কাউন্সিলের একটি প্রতিনিধি দল ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানায়।
এসময় অ্যাটর্নি জেনারেল, বার ও বেঞ্চের মধ্যে সম্পর্কন্নোয়নে প্রধান বিচারপতির সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় উপস্থিত ছিলেন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রেজাউর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল বাতেনসহ অন্যরা।
গত ১২ই সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
EHM/shimul