আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত: ১৮-০৯-২০২৩ ১৭:৪৪

আপডেট: ১৮-০৯-২০২৩ ১৭:৪৪

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: বিশ্বকর্মাপূজা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ সোমবার সকাল থেকে দুই দিনের জন্য বন্ধ থাকবে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এসময় স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বন্ধের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিশ্বকর্মাপূজা উপলক্ষ্যে ১৮ই সেপ্টেম্বর (সোমবার) ও ১৯শে সেপ্টেম্বর (মঙ্গলবার) দুইদিন ভারতীয় ব্যবসায়ীরা আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন। পূজার ছুটি শেষে ২০শে সেপ্টেম্বর (বুধবার) সকাল থেকে  যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

উল্লে­খ্য, দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড় লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় উত্তরপূর্ব ভারতে। রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে হিমায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট, বিভিন্ন খাদ্যসামগ্রী ইত্যাদি।

 

 

lamia/shimul