ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিনটি একদিনের ক্রিকেট ম্যাচের সিরিজ সামনে রেখে ঢাকায় অনুশীলন শুরু করেছে নিউজিল্যান্ড দল।
এর আগে রোববার বিকেলে এবং শনিবার রাতে দুই দফায় নিউজিল্যান্ড দল ঢাকায় পৌঁছায়।
আজ সোমবার সকালে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কিউইরা অনুশীলন করে। সকাল ১০টায় শুরু করে কিউইরা দুপুর পর্যন্ত অনুশীলন করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে। স্ট্রেচিং, ফিল্ডিং, ব্যাটিং ও বোলিং প্রতিটি বিভাগেই নিজেদের প্রস্তুতি সেরেছে ব্ল্যাক ক্যাপসরা।
প্রথম দিনে বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করেছেন নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা।
আগামী ২১শে সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে।
AAA/Bodiar