ক্রীড়া ডেস্ক: এবারের এশিয়া কাপ ক্রিকেটে ভারত ও শ্রীলঙ্কার ফাইনালটি ছিলো রেকর্ডময়। এশিয়া কাপের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড এখন শ্রীলঙ্কার নামের পাশে। এর আগে এই রেকর্ডটি ছিল বাংলাদেশের।
এছাড়া, এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে এর আগে ১০ উইকেটে কোন দল জিতেনি। তবে সে জয় এবার ভারত পেয়েছে।
এছাড়া, এবারের এশিয়া কাপ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা আর সবচেয়ে বেশি রান ভারতের শুভমান গিলের।
এশিয়া কাপ ক্রিকেট এবার শুরুর আগে থেকেই ছিলো আলোচনায়। পাকিস্তান এককভাবে স্বাগতিক হওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত ভারত সেখানে গিয়ে খেলতে না চাওয়ায় শ্রীলঙ্কাকে সহ আয়োজক করা হয়। এশিয়া কাপ ক্রিকেটের এবারের আসরের আরেকটি আলোচিত বিষয় ছিলো বৃষ্টি। এই মৌসুমে শ্রীলঙ্কার সর্বত্রই বৃষ্টি হয়ে থাকে। গ্রুপ পর্বে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য খেলাগুলোতে বৃষ্টি না থাকলেও, ক্যান্ডিতে বৃষ্টি যথেষ্ট ভুগিয়েছে দলগুলোকে। বৃষ্টির কারণে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচও পরিত্যক্ত হয়েছে।
তবে এবারের আসরে মাঠের লড়াই ছিলো বেশ উপভোগ্য। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ক্রিকেটাররা উত্তাপ ছড়িয়েছেন ২২ গজে। এই এশিয়া কাপেই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের ভিরাট কোহলি।
সুপার ফোরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের খেলাটি ছিলো রোমাঞ্চকর। যোগ্য দল হিসেবেই ফাইনালে জায়গা করে নেয় ভারত ও শ্রীলঙ্কা। রোমাঞ্চকর ও একটি উপভোগ্য ফাইনাল দেখার অপেক্ষায় ছিলো কোটি ক্রিকেট ভক্ত। কিন্তু মোহাম্মদ সিরাজের বিধ্বংসী বোলিংয়ের কারণে বেশ কিছু লজ্জার রেকর্ড শ্রীলঙ্কার নামের পাশে যুক্ত হয়েছে। এতদিন পর্যন্ত এশিয়া কাপ ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডটি ছিলো বাংলাদেশের। ২০০০ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৮৭ রানে অলআউট ছিলো এতদিন সর্বনিম্ন। ২৩ বছর পর বাংলাদেশের সেই লজ্জা মুছে দিয়ে সর্বনিম্ন ৫০ রানে অলআউট হলো শ্রীলঙ্কা।
এশিয়া কাপ ক্রিকেটে একটি দলের ফাস্ট বোলারদের ১০ উইকেট নেয়ার কৃতিত্বও এই প্রথম।
সবচেয়ে কম ওভারে এশিয়া কাপ ক্রিকেট ফাইনালে জয়ের রেকর্ডও ভারতের। শুধু এশিয়া কাপই নয়, ওয়ানডের কোন ফাইনালে এত বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড নেই কোন দলের।
৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে এশিয়া কাপ ক্রিকেটের সর্বোচ্চ শিকারী শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। ১০ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ শিকারী ভারতের মোহাম্মদ সিরাজ।
আর, ৬ ম্যাচে ৩০২ রান করে এবারের এশিয়া কাপে সবচেয়ে বেশি রানের মালিক ভারতের শুভমান গিল। দ্বিতীয় স্থানে রয়েছেন কুশাল মেন্ডিস। তিনি করেছেন ২৭০ রান।
SMS/Bodiar