নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ১৮-০৯-২০২৩ ১৩:৩৩

আপডেট: ১৮-০৯-২০২৩ ১৭:৩৩

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা। ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা বিরতির পর স্থানীয় সময় রাত পৌনে ১১টায় (১৭ই সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান তিনি। 

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে রোববার সকালে ঢাকা ছাড়েন তিনি। ২২শে সেপ্টেম্বর শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে দ্বিপাক্ষিক ও উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন সরকার প্রধান। 

আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শুরু হবে ১৯শে সেপ্টেম্বর। বার্ষিক এই অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রোববার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য ও উর্ধতন কর্মকর্তারা।

২২ শে  সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন-অগ্রযাত্রা, অর্থনৈতিক অগ্রগতি, এসডিজির লক্ষ্য অর্জন ও বিভিন্ন খাতে তার সরকারের সাফল্য তুলে ধরবেন। 

সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। সফরের শুরুতেই ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে ‘খাদ্য ভাবনা-খাদ্য সরবরাহ ও সহযোগিতা’ বিষয়ে উচ্চ-পর্যায়ের সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী।  ১৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশভোজেও অংশ নিবেন প্রধানমন্ত্রী।

২০ সেপ্টেম্বর, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে ‘টেকসই উন্নয়ন বিষয়ে উচ্চ-পর্যায়ের আলোচনায় প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১  সেপ্টেম্বর, রোহিঙ্গা সঙ্কট নিয়ে একটি উচ্চ-পর্যায়ের  বৈঠকে অংশ নিবেন। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটনে যাবেন এবং ২৯ তারিখ পর্যন্ত সেখানে থাকবেন। পরে তিন দিনের সফরে লন্ডন যাবেন। চৌঠা অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

 

BRS/Bodiar