মেহেরপুর সংবাদদাতা: প্রকল্পের মেয়াদ শেষ হলেও মেহেরপুরের উজলপুরে ভৈরব নদের উপর ব্রিজ নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। আগামী নভেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও ব্রিজের কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কায় আছে স্থানীয়রা।
এপর্যন্ত ব্রিজের কাজ শেষ হয়েছে মাত্র অর্ধেক। দ্রুত কাজ শেষ করতে তাগিদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে ভৈরব নদের উপর ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের ডিসেম্বরে। প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের কাজ পায় কামারজানি সুমন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
ব্রিজটির নির্মাণ কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনো অর্ধেক কাজ বাকি। যথাসময়ে ব্রিজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওই পথ দিয়ে চলাচলকারী মানুষ ও ব্যবসায়ীরা।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ধীরগতিতে এগুচ্ছে নির্মাণ কাজ। আগামী নভেম্বরও পর্যন্ত বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ।দুর্ভোগ কমাতে দ্রুত কাজের বাস্তবায়ন চান তারা।
ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি জানান, প্রাকৃতিক দুর্যোগ ও নির্মাণ সামগ্রীর ঊর্ধ্বগতির কারণে সঠিক সময়ে কাজ শেষ করা যায়নি।
ব্রিজের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী প্রকৗশলী শাহিন আলী।
বর্ধিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে না পারলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।
FR/Bodiar