বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সিদ্দিকুর রহমান

প্রকাশিত: ১৮-০৯-২০২৩ ০০:৪২

আপডেট: ১৮-০৯-২০২৩ ০০:৪২

নাটোর সংবাদদাতা: নাটোর-৪ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। রবিবার (১৭ই সেপ্টেম্বর) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে অন্য কোন প্রার্থী মনোনয়ন জমা না দেয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন। তিনি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।

বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব বলেন, উপ-নির্বাচনে একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। সোমবার মনোনয়নপত্রটি বাছাইয়ে টিকে গেলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। তবে নির্ধারিত সময়েই তা ঘোষণা দেয়া হবে।

উল্লেখ্য, নাটোর-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস গত ৩০শে আগস্ট আকস্মিকভাবে মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৭ই সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এছাড়া ১৮ই সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই। প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২৫শে সেপ্টেম্বর ও ১১ই অক্টোবর ভোট গ্রহণ।

Kaniz/sat