'উন্নত বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার'

প্রকাশিত: ১৮-০৯-২০২৩ ০০:২৭

আপডেট: ১৮-০৯-২০২৩ ০৮:০৬

চট্টগ্রাম প্রতিবেদক: নারী শিক্ষা, কর্মসংস্থান বৃদ্ধিসহ সকল সুবিধা দিয়ে বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। 

রোববার বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলায় ১০ কোটি টাকা ব্যয়ে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর দু’টি নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আ ক ম শামসুজ্জামানসহ আরও অনেকে। 

পরে কুসুমপুরা ইউনিয়নে ৬ কোটি টাকা ব্যয়ে ৩ কিলোমিটার নবনির্মিত আরসিসি সড়কের উদ্বোধন করেন হুইপ। 

Kaniz/sat