ক্রীড়া ডেস্ক: এশিয়ান গেমস খেলতে রাতে চীনের হাংজু যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ উপলক্ষে আজ (রোববার) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলের অফিসিয়াল ফটোসেশন অনুষ্ঠিত হয়।
অধিনায়ক নিগার সুলতানা জ্যাতিসহ সকল খেলোয়াড় ও কর্মকর্তারা এতে অংশ নেন। এশিয়ান গেমসে ক্রিকেট খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বাংলাদেশ নারী দল সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল পর্বে।
এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে এর আগে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছে দু’বার। এবার স্বর্ণ পদক জয়ের প্রত্যাশা বাংলাদেশ নারী দলের। সেভাবেই তারা প্রস্তুতি নিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন অধিনায়ক।
SMS/habib