দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ হচ্ছে

প্রকাশিত: ১৭-০৯-২০২৩ ২০:৪৩

আপডেট: ১৭-০৯-২০২৩ ২০:৪৩

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করার লক্ষ্যে আইন প্রণয়নের পরিকল্পনা করেছেন দেশটির আইনপ্রণেতারা। বর্তমানে শত বছরের এই বিতর্কিত প্রথাটি দেশটিতে স্পষ্টভাবে নিষিদ্ধ না হলেও বৈধ নয়। স্থানীয় সময় রোববার (১৭ই সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

গত বৃহস্পতিবার দেশের প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি পার্লামেন্টে এই আইনটি প্রস্তাব করেছে। এরপরই ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি এই বিলে সমর্থন দেয়। ফলে সংসদে এ বিল পাসের পক্ষে যথেষ্ট ভোট পড়বে বলে আশা করা হচ্ছে।

ক্ষমতাসীন দলের নীতিবিষয়ক কমিটির প্রধান পার্ক ডাই-চুল বলেছেন, দক্ষিণ কোরিয়ার এক কোটি পরিবার কুকুর পোষে। তাই এখনই সময় কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার।

দেশের ফার্স্ট লেডির নামে প্রস্তাবিত আইনটির নাম কিম কিওন হি বিল দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস বেচা ও খাওয়া নিষিদ্ধ করার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন কিম কিওন হি।

গত আগস্টে এক সংবাদ সম্মেলনে কিম কিওন বলেছিলেন, মানুষ ও প্রাণীদের পাশাপাশি বাস করা উচিত। কুকুরের অবৈধ মাংস সম্পর্কিত সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা উচিত।

কোরীয় উপদ্বীপে কুকুরের মাংস খাওয়া শতাব্দী প্রাচীণ প্রথা। তবে গত কয়েক বছর ধরে পশু অধিকারবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এমন আশঙ্কা থেকে কুকুরের মাংস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ।

 

AR/habib