পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ে সদর উপজলোয় ১৯ পিস স্বর্ণের বারসহ জুয়লে (৩২) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
আজ (রোববার) সকালে উপজলোর বাংলাদশে-ভারত সীমান্তের মেইন পিলার ৭৫৫ এর ৪ সাব পিলার এলাকা দিয়ে ভারতে পাচারকালে বিজিবির সদস্যরা তাকে আটক করে।
আটককৃত চোরাকারবারী জুয়েলের বাড়ি সদর উপজলোর হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আফসার আলীর ছেলে।
বিজিবি জানায়, উদ্ধার করা ১৯টি স্বর্ণের বারের ওজন ১৯ কেজি ৩০৩ গ্রাম। যার আনুমানকি বাজার মূল্য ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা।
এসময় তার কাছ থেকে চোরাকারবারীর কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ২৪ হাজার ৬৯০ টাকা জব্দ করে বিজিবি।
Nishat/habib