নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় মোশারফ মিয়া নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ রোববার (১৭ই সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই মামলায় মরদেহ গুম করায় আসামির পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মোশারফ কেন্দুয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি শিশুর দুরসম্পর্কের দাদা হয়।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০২১ সালের ২৩শে অক্টোবর শিশুকে ধর্ষণ শেষে হত্যা করে আসামি। পরে নিহত শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে।
AR/habib