‘বিএনপির সন্ত্রাস প্রতিহত করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’

প্রকাশিত: ১৭-০৯-২০২৩ ২০:২৪

আপডেট: ১৭-০৯-২০২৩ ২১:২৬

ভোলা সংবাদদাতা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ (রোববার) দুপুরে ভোলার দুলারহাট থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি একথা বলেন। 

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে নির্বাচনী প্রস্তুতি নেয়া হবে। বিএনপি যদি বাধা দেয় তাতে কাজ হবে না। এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাকবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Nishat/habib