‘রাজনৈতিক দলকে নির্বাচনে আনা ইসির কাজ নয়’

প্রকাশিত: ১৭-০৯-২০২৩ ২০:২২

আপডেট: ১৭-০৯-২০২৩ ২১:৪৪

কিশোরগঞ্জ সংবাদদাতা: নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। অংশগ্রহণমূলক নির্বাচন রাজনৈতিক দলের সিদ্ধান্তের উপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। 

আজ রোববার (১৭ই সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করবে। সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান আনিছুর রহমান। সংবিধান অনুযায়ী ইসি ভোটের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। 

এই নির্বাচন কমিশনার জানান, ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Kaniz/habib