ব্যাংক ঋণে সুদের হার বাড়বে

প্রকাশিত: ১৭-০৯-২০২৩ ১৯:২৪

আপডেট: ১৭-০৯-২০২৩ ১৯:২৪

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোসহ কিছু নীতি গ্রহণ করেছে সরকার, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে মনে করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষকে কষ্ট পেতে হচ্ছে। যা সরকারের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

আজ রবিবার (১৭ই সেপ্টেম্বর) রাজধানীর ইআরএফ কার্যালয়ে গবেষণা সংস্থা ‘র‌্যাপিড’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। 

শুধু তৈরি পোশাক রপ্তানির উপর নির্ভরশীতা ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করে তিনি জানান, রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়াতে সরকার শুল্কনীতি পুনর্বিন্যাস করার কাজ করছে।

 

Nijhum/habib