নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় ঢাকার আদালতে সাক্ষ্য দিতে আসবেন আমেরিকার এফবিআই ও কানাডার রয়্যাল পুলিশের তিন সদস্য। আগামী ১০ই অক্টোবর তাদের সাক্ষ্য নেয়ার দিন ঠিক করা হয়েছে।
আজ রোববার (১৭ই সেপ্টেম্বর) ঢাকা বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এই তিন সাক্ষীকে আদালতে আনা নিয়ে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন জানান, নাইকো দুর্নীতি মামলায় ২০১৮ সালে বিদেশি সাক্ষী হাজির করতে অনুমতি চেয়ে আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শেষে আদালত আজ এফবিআইয়ের একজন এবং কানাডার দুই পুলিশ সদস্যকে সাক্ষী হিসেবে হাজির করতে অনুমতি দিয়েছে।
কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়াসহ ৯ জনের নমে এ মামলা করে দুদক।
Rakib/habib