ক্রিকেটার রুবেলের বাবার জীবনাবসান

প্রকাশিত: ১৭-০৯-২০২৩ ১৮:০২

আপডেট: ১৭-০৯-২০২৩ ১৮:০২

বাগেরহাট সংবাদদাতা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (রোববার) সকালে বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি এলাকায় নিজ বাড়িতে মারা যান তিনি। 

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সিদ্দিকুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। 

পরে বাসাবাটি-দড়াটানা পৌরপার্কে নামাজে জানাজা শেষে সরুই সরকারি কবরস্থানে সিদ্দিকুর রহমানের মরদেহ দাফন করা হয়। 

 

Nishat/habib