ফতুল্লায় নিজ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৭-০৯-২০২৩ ১৮:০০

আপডেট: ১৭-০৯-২০২৩ ১৮:০০

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে কাশিপুর ইউনিয়নের মধ্য নরসিংপুর এলাকায়  নিহতের বাড়ি থেকে  মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত নূর ইসলাম মধ্য নরসিংপুর এলাকার মৃত জলিল বেপারীর ছেলে। তিনি ইলেক্ট্রিকমিস্ত্রীর কাজ করতেন ।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, মরদেহটি ঝুলন্ত অবস্থায় রাখা ছিলো। নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, নূর ইসলাম নিজ বাড়িতে স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে নিয়ে বাস করতেন। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক বিষয়ে ঝগড়া লেগে থাকত।

পুলিশের আরও জানায়, এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম, স্ত্রীর দুই ভাই মোজাফফর ও শাহজালালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

Nishat/habib